বয়স ক্যালকুলেটর বা Age Calculator - Healthy Bangla
বয়স ক্যালকুলেটর বা Age Calculator কি ?
বয়স ক্যালকুলেটর এর সাহায্যে আমরা কোন মানুষের নির্দিষ্ট বয়স সম্পর্কে অবগত হতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষের নির্দিষ্ট বয়স সম্পর্কে জেনে রাখা খুবই প্রয়োজন। বিভিন্ন কর্মক্ষেত্রে এবং ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে আমাদের সঠিক বয়স জেনে রাখতে হয়। এখন আমরা যদি খাতা কলমে গণিতের মাধ্যমে সঠিক বয়স নির্ণয় করতে চাই বা বয়স বের করার নিয়ম সম্পর্কে অবগত হয়ে তারপর বয়স নির্ণয় করি তাহলে সেটি খুবই জটিল হয়ে পড়বে। তাই খুব সহজে বয়স ক্যালকুলেটর এর সাহায্যে আমরা আমাদের বয়স নির্ণয় করতে পারি।
বয়স বের করার সফটওয়্যার বা ওয়েব পেজটির মাধ্যমে আমরা যদি আমাদের বয়স নির্ণয় করি তাহলে আমাদের সময় খুব কম লাগবে এবং আমাদের ভুল হবার প্রবণতা কমে যাবে।
বয়স ক্যালকুলেটর এই ওয়েব পেজটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। বিশেষ করে সদ্যোজাত শিশু এবং বাচ্চাদের ভ্যাকসিন এর সময় সঠিক বছর, মাস এবং দিন নির্ণয় করে ডাক্তারের সাথে আলোচনা করতে পারি। আমাদের যদি কোন রোগ হয়ে থাকে এবং আমরা যদি ডাক্তারের কাছে পরামর্শের জন্য যাই তাহলে আমাদের সঠিক বয়স জেনে রাখা খুবই প্রয়োজন। তার কারণ প্রতিটা মানুষের বয়সের সাথে ওষুধের পরিমাণ এবং কম্পোজিশন পরিবর্তন হয়।
বয়স ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করব ?
বয়স বের করার ক্যালকুলেটর টি ব্যবহার করা খুবই সহজ। বয়স ক্যালকুলেটর টির শূন্যস্থানে আপনি আপনার জন্মের বছর, মাস এবং দিন বা তারিখ লিখে তারপর ক্যালকুলেট অপশানে প্রেস করলে আপনার আজকের দিন পর্যন্ত সঠিক বয়স ক্যালকুলেট বা গণনা হয়ে যাবে।